মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

এক লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ মোঃ শাহজাহান (৩১) নামক এক ইয়াবাকারবারীকে র‍্যাব-১৫ আটক করেছে। রোববার ২৭ মার্চ বেলা ১ টার দিকে উখিয়ার পালংখালীর বালুখালী পানবাজার এর দক্ষিণ পার্শ্বে FRIENDSHIP HOSPITAL এর গেইট সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কের পশ্চিম পার্শ্বে এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান চলাকালে ধৃত ইয়াবাকারবারী তার কাঁধে থাকা একটি প্লাসটিকের বস্তা ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে বস্তা সহ আটক করে। ধৃত করার পর ইয়াবাকারবারী মোঃ শাহজাহানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বস্তায় ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে এক লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধৃত ইয়াবাকারবারী মোঃ শাহজাহান উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিলের মৃত আশরাফ মিয়া ও নুরজাহান বেগমের পুত্র। ইয়াবাকারবারী মোঃ শাহজাহানকে উখিয়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।