প্রেস বিজ্ঞপ্তি :
রামুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর ন্যাক্কার জনক হামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপি।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করে ফিরে যাওয়ার সময় রামু উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর হামলা করেছে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ।
হামলায় রামু উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, দক্ষিণ মিঠাছড়ি বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম, ছাত্রদলের আহবায়ক সানাউল্লাহ সেলিম ও ছাত্রদল নেতা মাহবুব আলম, আবদুল বাসেত মির্জা সহ অনেকে গুরুতর আহত হয়েছে।
মহান স্বাধীনতা দিবসে বিএনপি নেতাকর্মীদের উপর এই নির্লজ্জ হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন কক্সাবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড শামীম আরা স্বপ্না ।
বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন আওয়ামী লীগের যারা এই হামলায় অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবী জানান। নিশি রাতের অবৈধ সরকার দেশপরিচালনায় ব্যর্থ ও ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বিরোধী মত দমনে ব্যস্ত। জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এড মুঃ হাসান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।