মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

যুক্তরাষ্ট্রের Genocide Watch নামক আন্তর্জাতিক সংস্থার একটি প্রতিনিধিদল টেকনাফের ২১ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প (চাকমারকুল) পরিদর্শন করেছেন। রোববার ২৭ মার্চ Genocide Watch এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট Professor Gregory Howard Stanlon এর নেতৃত্বে ৩ জন Genocide scholars সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা ১০ মিনিট পর্যন্ত ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে দায়িত্ব পালনরত ১৬ এপিবিএন সুত্রে এ তথ্য জানা গেছে।

পরিদর্শনকালে আন্তর্জাতিক সংস্থার এই প্রতিনিধি দল ক্যাম্প ইনচার্জ এর সাথে সাক্ষাৎ করেন এবং এ/১ ব্লক ঘুরে দেখেন। এ সময় প্রতিনিধি দল ২০১৭ সালে মায়ানমারে গনহত্যা চলাকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকজন সাধারণ রোহিঙ্গার সাথে কথা বলেন। তৎকালীন সময়ে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের বিষয়ে তাঁরা নির্যাতিতদের কাছ থেকে অবহিত হন।

প্রায় পৌনে তিন ঘন্টা পরিদর্শন শেষে দুপুরে প্রতিনিধিদল চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।প্রতিনিধি দল ক্যাম্প পরিদর্শনকালীন ১৬ এপিবিএন অফিসার ও ফোর্স সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।