আব্দুস সালাম,টেকনাফ:
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে টেকনাফের মূল ভূখন্ডে কুকুর পূনর্বাসন কার্যক্রমের শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মুহিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. প্রণয় রুদ্র, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমূখ। শুরু হওয়া এ কার্যক্রম আজ রবিবার থেকে সপ্তাহব্যাপী চলবে। সেন্টমার্টিনদ্বীপ পর্যটন নগরী হওয়ায় কুকুরগুলোকে ধরে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলার চরে ছেড়ে দেওয়া হবে।
এছাড়াও দ্বীপে আনুমানিক ২ হাজার কুকুর রয়েছে। যা পর্যটকসহ সকল সামুদ্রিক প্রাণীর প্রজননের হুমকি হিসেবে বিদ্যমান। এর জন্যে এ কুকুর পূনর্বাসনের কার্যক্রম শুরু হল বলে জানা যায়।