মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
কক্সবাজারের রামু উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৬১১ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৭৫ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন, পুরুষ সদস্য পদে ২২৪ জনসহ মোট ৬১১ জন প্রার্থী রামু উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রামু উপজেলা নিবার্চন অফিসার মাহফুজুর রহমান এ প্রতিবেদককে জানিয়েছেন, রামু উপজেলা সদরের ফতেখারকুল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন আওয়ামিলীগের মনোনীত নৌকা প্রতীকের নুরুল হক চৌধুরী, নৌকার বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফরিদুল আলম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো।
অপরদিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন কচ্ছপিয়ার বর্তমান চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান, আওয়ামিলীগের মনোনীত নৌকা প্রতীকের নুরুল আমিন কোম্পানী,নৌকার বিদ্রোহী প্রার্থী জয়নাল মেম্বার, উপজেলা বিএনপি নেতা ও বিএনপি সমর্থিত প্রার্থী শফিকুল আকবর হেলাল, জামাত নেতা মোঃ তৈয়ব উল্লাহ, ইউনিয়ন আওয়ামি জাতীয় শ্রমিক লীগ নেতা মোঃ আবু তালেব সিকদর। এছাড়াও উপজেলার ঈদগড়ে ইউনিয়নে ৭ জন, কাউয়াখোপে ৮ জন, রশিদ নগরে ৪ জন, দক্ষিণ মিঠাছড়িতে ৯ জন, রাজারকুলে ৪ জন, জোয়ারিয়ানালায় ৬ জন, খুনিয়া পালং ১০ জন এবং গর্জনিয়া ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট মনোনয়ন পত্র জমা দেন ১১২ জন আর পুরুষ সদস্য পদে ২২৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।