মুহাম্মদ মনজুর আলম. চকরিয়া :

বাংলাদেশ জুয়েলার্স সমিতি চকরিয়া উপজেলার শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার সময় চকরিয়া পৌরশহরের এটিএন পার্কে এ অনুষ্টান অনুষ্টিত হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি চকরিয়া উপজেলার শাখার উপদেষ্টা নন্দরাম ধরের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃনাল কান্তি ধর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা, কক্সবাজার জেলার সভাপতি সুভাষ কান্তি ধর, সাধারণ সম্পাদক হাজী ওসমান গণি, চকরিয়া জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি রতন বরণ দাশ ও সাধারণ সম্পাদক হারাধন দাশ। উপস্থিত অন্যরা হলেন, সাবেক সভাপতি অনিল ধর, বিকাশ ধর, চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক সওদাগর ও ওয়েস্টার্ণ প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজনও করা হয়।

উল্লেখ্য গত ৪ ফেব্রুয়ারী বাংলাদেশ জুয়েলার্স সমিতি চকরিয়া উপজেলা শাখার নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে অরুন কান্তি ধর সভাপতি ও নারায়ণ কান্তি দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি গোপাল ধর, সহ-সাধারণ সম্পাদক রতন কান্তি ধর, অর্থ সম্পাদক পলাশ কান্তি ধর, সহ-অর্থ সম্পাদক অলক ধর, সাংগঠনিক সম্পাদক ধীমান কুমার বনিক, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল কান্তি ধর, প্রচার সম্পাদক শিবু ধর, সদস্য টিটু দাশ ও টিকলু কান্তি দে।