ফারুক আহমদ ,উখিয়া:
উখিয়ায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ২২ জন হতদরিদ্র রোগী ১১ লাখ টাকা চিকিৎসা সহায়তা অর্থ পেয়েছে ।
গতকাল শনিবার ( ২ এপ্রিল) উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান হোসেন সজিব দরিদ্র রোগীদের হাতে নগদ সহায়তা অর্থের চেক তুলে দেন ।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন , উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোরশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আইয়ুব আলী ও মৎস্য অধিদপ্তরের মেরিন ফিসারিস অফিসার কামরুল হাসান সুমন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ চেক বিতরণ বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন জানান, ক্যান্সার , কিডনি প্যারালাইসিস , থ্যালসমিয়া, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগেআক্রান্ত দরিদ্র রোগীদের কে চিকিৎসা তহবিলের চেক দেয়া হয়েছে।