আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মূল্য নিয়ন্ত্রনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ আইনে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং পণ্যেের অধিক মূল্যে নেওয়ার অভিযোগে এসব জরিমানা আদায় করা হয়।
রবিবার (৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে টেকনাফ পৌরসভার উপরের বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।
পরিদর্শনে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ যাচাই-বাচাই করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। থানা পুলিশের এসআই নকিবুল্লাহ এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

তিনি বলেন, ‘রমজানকে কেন্দ্র করে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং পণ্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।