অমায়িক এই ছেলেটির নাম আরমান। বদরখালীর সন্তান। ঠিকানা- আরমান আহমেদ, পিতাঃ- মরহুম রফিক আহমেদ, ছনুয়াপাড়া, বদরখালী, চকরিয়া, কক্সবাজার। শৈশবে তার পিতাকে হারান।নিজের পায়ে দাঁড়ানো চেষ্টায় আত্মপ্রত্যয়ী আরমান।
গত শুক্রবার (০১/০৪/২০২২) চকরিয়া-বদরখালী সড়কে মারাত্মক দূর্ঘটনার শিকার হন। বর্তমানে চট্টগ্রাম ট্টিটমেন্ট হাসপাতালে ICU’তে চিকাৎসাধীন। তার মস্তিষ্ক,চোখের অপারেশন ও চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আপনাদের সামর্থ্য অনুযায়ী নিম্নোক্ত বিকাশ/নগদ পার্সোনাল নাম্বারে আর্থিক সহযোগীতা করে সম্ভাবনাময়ী তরুন আরমানকে বাঁচাতে এগিয়ে আসুন।

টাকা পাঠানোর বিকাশ/নগদ পার্সোনাল নাম্বার ↓
01715141211 [ আরমানের বড়ভাই রিদুয়ান ]
01811914900 [ আরমানের মেজভাই দিদার]

Md Riduanul Islam
A/C no-0151110107222
Router no-265220041
Union Bank Ltd.
Badarkhali Branch.
Chakaria,Coxsbazar.