প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার সদস্য, টেকনাফ উপজেলার ছাত্রলীগের সাবেক নেতা ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আক্তার হোসেন কয়েকদিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় বাসায় চিকিৎসা সেবা নিয়ে অবস্থান করছেন।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাতে তাঁর খোঁজ নিতে আজ বিএমএসএফ কেন্দ্রীয় সদস্য ও টেকনাফ শাখার সভাপতি ও টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাঃ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে তার বাড়িতে যায়। এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ টেকনাফ শাখার সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত সানি, কোষাধ্যক্ষ এম এ হাসান, সিঃ সদস্য এস এন কায়সার জুয়েল,সাইফুল ইসলাম ও কেফায়েত উল্লাহ প্রমূখ।
এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার পক্ষে থেকে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পরে তার পরিবার বিএমএসএফ টেকনাফ উপজেলা শাখার নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে তিনি টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড কাস্টমের পিছনে সহ-পরিবার নিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।