আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা,সাড়ে ৪ কেজি গাঁজা ও ৪টি মোবাইল ফোনসহ চারজনকে আটক করা হয়েছে।
রবিবার (১০এপ্রিল) ভোরে টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ড কুলাল পাড়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা,সাড়ে ৪ কেজি গাঁজা ও ৪টি মোবাইল ফোনসহ ৪ নারী ও পুরুষকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই সজীব ও এসআই হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স পৌরসভার ৯নং ওয়ার্ড কুলালপাড়ার ধৃত আসামি সনজিদা বেগমের বসত-ঘরে মেঝ হতে তল্লাশী চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা,সাড়ে ৪ কেজি গাঁজা ও ৪টি মোবাইল ফোনসহ চারজনকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধার ইয়াবা,গাঁজা ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫৪ হাজার ৫শ টাকা।
আটকৃতরা হলেন,টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের কুলাল পাড়ার মৃত মোক্তারের মেয়ে সনজিদা বেগম প্রকাশ পাতুলী(৩০),
একই এলাকার সোনা আলীর মেয়ে ফিরোজা বেগম(২০), একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে সাইফুল ইসলাম প্রকাশ গিরিল (২৮) ও সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার ইমাম হোছনের মো. মিজান (২০)।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।