সংবাদ বিজ্ঞপ্তি :
আসন্ন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে আওয়ামী লীগের দুঃসময়ের সংগঠক ও বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও আহবায়ক বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশকে সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।
১৭ এপ্রিল রবিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের ব্রাহ্ম মন্দির হল রুমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট দীপংকর বড়–য়া পিন্টুর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক বেন্টু দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আসন্ন বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সাধারন সম্পাদক প্রার্থী এডভোকেট রনজিত দাশ এর মতবিনিময় সভায় বক্তারা এ দাবী করেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, অধ্যাপক অজিত দাশ, স্বপন পাল নাজির, ডাঃ চন্দন দাশ, বিশ^জিত পাল বিশু, স্বরূপম পাল পাঞ্জু, সাংবাদিক দীপক শর্মা দীপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, সহ-সভাপতি জেমসেন বড়–য়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন দাশ, সাংগঠনিক সম্পাদক মিঠুন দাশ মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব মল্লিক শুভ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দুলাল দাশ, কর্মকর্তা সুবির চৌধুরী, বলরাম পাল, শিমুল পাল, প্রদীপ দাশ, এডভোকেট ছোটন কান্তি শীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক অজিত কুমার দাশ হিমু, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শ্রীমন্ত পাল সাগর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কক্সবাজার শহর শাখার আহবায়ক স্বপন গুহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার আহবায়ক দীপ্তি শর্মা, সদস্য সচিব মাটিনটিন রাখাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম, সহ-সভাপতি নিরুপম শর্মা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চকরিয়া উপজেলা শাখার সভাপতি তপন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার শহর শাখার সভাপতি তপন দাশ, সাধারণ সম্পাদক জনি ধর, সহ-সভাপতি শাওন চক্রবর্তী জনি, সুজন শর্মা জন, যুগ্ম সাধারণ মিঠুন কান্তি দে ভুলুক, দপ্তর সম্পাদক শুভ দাশ, কর্মকর্তা সাগর পাল সাজু, পিতম ধর, অপু দাশ, হারাধন দাশ প্রমুখ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন- ৯০ এর দশকে বাংলাদেশে সংগঠিত স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে কক্সবাজার জেলায় জীবনবাজি রেখে সাহসিকতার সাথে নেতৃত্ব দেওয়া ত্যাগী এবং তৎকালীন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আহবায়ক এডভোকেট রনজিত দাশকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। আমাদের দেখা মতে এডভোকেট রনজিত দাশ বর্তমানে একজন আইনজীবী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করছেন। আমরা মনে করি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে এডভোকেট রনজিত দাশকে দায়িত্ব প্রদান করা হলে, তিনি এতদঞ্চলে আওয়ামী লীগ সংগঠনকে আরো জনবিস্তৃত এবং শক্তিশালী কবেন বলে আমাদের দৃঢ় বিশ^াস।