প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের যুবস্বেচ্ছাসেবকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, রেড ক্রিসেন্ট এর মৌলিক নীতিমালার অবমাননা, নেতৃত্বের প্রতি আনুগত্যহীনতা, আচরণবিধি ভঙ্গ সহ যুব রেড ক্রিসেন্ট শৃঙ্খলা ভঙ্গের দায়ে অত্র ইউনিটের ০৩ জন যুব সদস্যকে তাদের দায়িত্ব ও ইউনিটের সকল প্রকার কার্যক্রম হতে আজীবনের জন্য বহিস্কার করা হলো। সদস্যরা হলেন শাহাদাত হোসেন জিসান, দূর্জয় দাশ ও মোহাম্মদ সবুজ।

কক্সবাজার ইউনিট সেক্রেটারি মোঃ খোরশেদ আলম স্বাক্ষরিত পত্রে তাদের এ বহিস্কারাদেশ প্রদান করা হয় এবং অদ্য হতে তাদেরকে রেড ক্রিসেন্ট এর কোন প্রকার কার্যক্রমে সম্পৃক্ত না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়। উক্ত বহিস্কারাদেশ এর কপি সোসাইটির মহাসচিব সহ জাতীয় সদর দপ্তরের সকল বিভাগে প্রেরণ সহ অবহিত করা হয়।
ভবিষ্যতে রেড ক্রিসেন্ট এর নাম ভাঙ্গিয়ে তারা যেন ব্যক্তিগত সুযোগ সুবিধা গ্রহণ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করা হয় এবং যদি কোন প্রকার অনৈতিক কার্যকলাপে জড়িত থাকে সে জন্য যুব রেড ক্রিসেন্ট কক্সবাজার ইউনিটের কেউ দায়ি থাকবেনা ।