আব্দুস সালাম, টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ট্রাফিক পুলিশ চেকপোস্টে তল্লাশী চালিয়ে ৫কেজি গাঁজাসহ এক চালককে আটক করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় টেকনাফ ট্রাফিক পুলিশ চেকপোস্ট স্থাপন করে যানবাহনের বৈধ কাগজপত্র তল্লাশী করাকালীন সময়ে সন্দেহ জনক একটি প্রাইভেট কার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। চালক টেকনাফ পৌরসভার অলিয়াদ এলাকার আব্দুল মান্নানের ছেলে রেজাউল করিমকে আটক করা হয়।
টেকনাফ ট্রাফিক জোনের ইনচার্জ পরিদর্শক ফারুক আল মামুন ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে ট্রাফিক পুলিশের চেকপোস্ট স্থাপন করে যানবাহনে বৈধ কাগজপত্র তল্লাশী করার সময় সন্দেহ জনক একটি প্রাইভেট কার থেকে ৫কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। (যার নং চট্র মেট্রো-খ,১১-২০৫৬)। প্রাইভেট কারের চালক রেজাউল করিমকে আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।