শফিক আজাদ,উখিয়া প্রতিনিধি:

উখিয়া উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজনকে সাথে নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া সহকারি কমিশনার (ভূমি) তাজউদ্দিন আহমদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ, রত্নাপালং   ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধ পরিমল বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান মাবু, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, উখিয়া প্রেসক্লাবের সদস্য নুর মোহাম্মদ সিকদার, উখিয়া কেন্দ্রিয় মসজিদ খতিব রিদুয়ানুল কাদির, মাওলানা রহমত উল্লাহ, উখিয়া শশ্মান ও মন্দির কমিটির সভাপতি মৃদুল আইচ, সাংবাদিক রতন কান্তি দে’সহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ।

এসময় ধর্মীয় নেতারা বলেন, প্রশাসনের সতর্কতার কারনে উখিয়ায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্যে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দরা।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকা রাখতে হবে৷ কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট অথবা ধর্মীয় উস্কানীমুলক কোন কর্মকান্ড করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি এসময় যার যার অবস্থান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে

বুধবার ১২ রবিউল আউয়াল ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং একদিনে বৌদ্ধ ধর্মাবম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা পালন করার আহবান জানান।