সংবাদ বিজ্ঞপ্তি:

৯০ এর ছাত্র আন্দোলন পরিষদ কক্সবাজারের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনাসভা গতকাল বৃহস্পতিবার পর্যটন মোটেল উপল রেস্তোরাঁয় আয়োজন করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার তৎকালীন সভাপতি গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে ও তৎকালীন গণতান্ত্রিক আন্দোলনের ছাত্র সংগঠক মোহাম্মদ হোসাইন মাসুর সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য দেন কক্সবাজারের জ্যেষ্ঠ সংবাদিক তৎকালীন ছাত্র সংগঠক মুহাম্মদ আলী জিন্নাত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী রনজিত দাশ, জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, জেলা কৃষকলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি, ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক আনিসুল হক চৌধুরী প্রমুখ।

আলোচনাসভায় সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের আসন্ন জেলা সম্মেলনে ৯০ এর গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক, তৎকালীন জেলা ছাত্রলীগের আহবায়ক ও সাধারণ সম্পাদক রনজিত দাশকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদানের জন্য আওয়ামী লীগ সভাপতি, জাতিরপিতা কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীতভাবে আহবান জানানো হয়েছে।

ইফতার ও আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সংগঠক ফরিদুল আলম (পিপি), অলক ভট্টাচার্য্য, স্বপন রায় চৌধুরী, একেএম মাহতাবুল ইসলাম, নিরূপম পাল নীরু, আমান উল্লাহ (সাংবাদিক) খোরশেদ আলম কুতুবী, সাইফ উদ্দিন আহমদ মানিক (মানিক বৈরাগী), গিয়াস উদ্দিন বকুল, আবুল কাসেম বাবু, বিপ্লব বড়–য়া, প্রবাল পাল, অজিত কুমার দাশ হিমু প্রমুখ।

সভায় পবিত্র ঈদুল ফিতরের পর ৯০ এর ছাত্র আন্দোলন পরিষদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও মিলাদ মাহফিল আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।