বার্তা পরিবেশক:
আগামী ১১ নভেম্বর আসন্ন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুশল বিনিময় করে জনগণের দোয়া ও সমর্থন আদায়ে ব্যাস্ত সময় পার করছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শফিকুল আকবর হেলাল। তিনি স্থানীয় জনগণের কাছে ব্যাপক আস্থা অর্জন করে চলছে। বর্তমান সরকারের অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিএনপি তথা ২০ দলীয় জোট এ সরকারের অধীনে নির্বাচন বয়কট করছে। এইজন্য বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। যদিওবা হেলাল দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সংকেত পেয়ে নির্বাচনী মাঠে নিজেকে নানা ভাবে তুলে ধরছেন। তিনি বলেন রাজনৈতিকভাবে আমাকে দল সমর্থন দিয়েছেন। জনগণে মাঝে চেয়ারম্যান প্রার্থীদের অতীত-বর্তমান নিয়ে চায়ের স্টল গুলোতে চলছে চুলচেরা বিশ্লেষন চলছে। অপদিকে ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের দলটির নেতা কর্মীদের মাঝে হাওয়া লেগেছে। পশাপশি সাধারণ ভোটারদের মাঝেও একই অবস্থা। তাই হেলাল মাঠে নামার পর ভোটাররাও নানা হিসাব নিকাশ শুরু করেছে।
এই পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোটারদের সাথে সাক্ষাৎ করছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও মিয়াজি পরিবারের কর্ণধার বিশিষ্ট সমাজ সেবক শফিকুল আকবর হেলাল। গত কাল থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথে ঘাটে ব্যাপক কুশল বিনিময় করছেন। মঙ্গলবার সকাল ৯টা হইতে তার নির্বাচনী এলাকার মানুষের সমর্থন আদায় করতে ইউনিয়নের দৌছড়ি,কচ্ছপিয়া ঘিলাতলী,মগবিল,দৌছড়ি উত্তর কুল,দক্ষিণ কুল,ফাক্রিরকাটা মুরা পাড়া, নাপিতের চরসহ বিভিন্ন এলাকার মানুষের সাথে কোলাকুলি করছেন। এ সময় দলটির স্থানীয় বিএনপির নেতা কর্মীরা সাথে ছিলেন। চেয়ারম্যান প্রার্থী শফিকুল আকবর হেলাল এ প্রতিবেদককে বলেন তিনি, মনোনয়ন পত্র জমা দিয়েছি সাধারণ মানুষ আমাকে সমর্থন দিয়েছে এটি মহান আল্লার রহমত। তিনি বলেন, নির্বাচিত হলে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবো এই আমার প্রত্যশা। ভোটারদের সুখে দুঃখে পাশে থাকবো ওয়াদা করছি। এছাড়াও দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি সাধারন মানুষ ও নিজদলের নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং সবার সহযোগিতা কামনা করেন।