মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফের সেন্টমাটিন দ্বীপ সংলগ্ন সমুদ্রে টানা জালে ধরা পড়েছে ১৪০ কেজি অর্থাৎ সাড়ে ৩ মণ ওজনের একটি ভোল মাছ। ভোল মাছকে অনেকেই ‘ভোল কোরাল’ মাছও বলে থাকে।

শনিবার ২৩ এপ্রিল সকাল ১১ টার দিকে সেন্টমার্টিন ডেইল পাড়ার রশিদ আহমদ নামক এক জেলের টানা জালে এ বিশাল মাছটি ধরা পড়ে। মাছটি নিয়ে জেলেরা কূলে আসার পর মাছটি দেখতে উৎসুক জনতার ভীড় জমে যায়।

খেতে অত্যন্ত সুস্বাদু সামুদ্রিক ভোল মাছটি পরে ১ লক্ষ ৪০ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে। যার প্রতি কেজি মাছের মূল্য পড়েছে ১ হাজার টাকা।