আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে নোহা মাইক্রোবাসের তেলের ট্যাংকি থেকে ৭০০গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আলী (৪১) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) রাতে টেকনাফ পৌরসভা এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে আইস ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারী হলেন, সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী পাড়া এলাকার মৃত ফজল আহমদের ছেলে মো. আলী (৪১)।
সম্প্রতি টেকনাফ রেন্ট এ কার চালক সমবায় সমিতির নির্বাচনে ১নম্বর সদস্য নির্বাচিত হয়েছিলেন আটক মো. আলী।

কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার ডিবি (পুলিশ) অফিসার ইনচার্জ সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান,গোপন সংবাদ পেয়ে রাতে টেকনাফ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে । এসময় নোহা মাইক্রোবাসের তেলের ট্যাংকির ভিতরে অভিনব পদ্ধতিতে পাচারকালে ৭০০ গ্রাম আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব আইস ও ইয়াবার বাজারমূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা। আটক মাদক কারবারী দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

তিনি আরও জানান, উদ্ধার আইস,ইয়াবা ও মাইক্রোসহ আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।