নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলা বাবুর্চি শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) শহরের বানু প্লাজা হোটেলস্থ বানু রেস্টুরেন্টে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ।
সমিতির সভাপতি মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিজিবি ক্যাম্প সিকদার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম বশরী।
বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশরেনর সাধারণ সম্পাদক আমিনুল হক, বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মুসা কলিম উল্লাহ।
অতিথিরা বলেছেন, বাবুর্চিরা রন্ধনশিল্পের জাদুকর। তাদের সুন্দর রন্ধন এবং পরিবেশনের মাধ্যমে একটি অনুষ্ঠান স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠে। এ কারণে সর্বমহলে বাবুর্চিদের সম্মান ও গুরুত্ব অনেক বেড়েছে। আন্তরিকতার সাথে কাজ করে গেলে এই সম্মান ও গুরুত্ব আরো বাড়বে। এতে নিজের প্রতি এবং নিজের পেশার প্রতিও ভালোবাসা বাড়বে।
তারা আরো বলেছেন, সমিতির মাধ্যমে বাবুর্চিদের যে ঐক্য তা অত্যন্ত সুন্দর ও প্রশংনীয়। এই ঐক্য ধরে রেখে সামনের দিনগুলোতে আরো ভাতৃত্ববোধ করে সমিতি ও সদস্যদের মানোন্নয়ন করতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নতুন বাহার ছড়া সমাজ কমিটির সভাপতি মোরশেদ আজাদ আবু, সমিতির সহ-সভাপতি জাফর আলম বাবুর্চি, যুগ্ম সম্পাদক শাহ আলম বাবুর্চি, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন বাবুর্চি (আলীর জাহাল), সিরাজুল ইসলাম বাবুর্চি, মোঃ হারুন বাবুর্চি, প্রচার সম্পাদক বদি আলম বাবুর্চি, সিনিয়র সদস্য মোঃ কবির বাবুর্চি, আবুল কালাম বাবুর্চি (কলাতলী), মোঃ কামাল।
এছাড়া সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।