মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
১ লক্ষ পিচ ইয়াবা টেবলেট সহ র্যাব-১৫ মোঃ এহেছানুল করিম (৩০) নামক একজন ইয়াবাকারবারীকে আটক করেছে। মঙ্গলবার ২৬ এপ্রিল রাত ৪ টার দিকে উখিয়ার বালুখালী উখিয়ার ঘাট এলাকায় র্যাব-১৫ এক অভিযান চালিয়ে উক্ত ইয়াবাকারবারীকে আটক ও ইয়াবা টেবলেট উদ্ধার করে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
র্যাব-১৫ এর একটি টিম উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ বালুখালী উখিয়ারঘাট এলাকার বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সড়কের পাশ থেকে একই ইউনিয়নের থাইংখালীর উত্তর রহমতের বিলের মৃত আবুল কাশেমর পুত্র মোঃ এহেছানুল করিমকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজতে থাকা কাঁধব্যাগ হতে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ এহেছানুল করিমের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।