আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৪২হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন লাবিব উসামা আহুমাদুল্লাহ গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত।
তিনি জানান, শনিবার (৩০এপ্রিল) রাত ১০টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ বাজারের সিএনজি ষ্টেশনে অভিযান চলাকালে একটি সাদা বস্তা নিয়ে সন্দেহভাজন দুইজন ব্যক্তিকে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে টেকনাফ পৌরসবার নাইট্যং পাড়ার ইসমাঈল মোস্তফার ছেলে আব্দুর রাজ্জাক (২১) এবং নুর বাশারের ছেলে মোঃ ইলিয়াছ (১৭) কে একটি বস্তাসহ আটক করতে সক্ষম হয়। পরে তাদের হাতে থাকা বস্তা তল্লাশী করে ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।