মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্বামী শরিফুল রাজ ও নানা শামসুল হককে নিয়ে ঈদ উদযাপন করতে কক্সবাজারে এসেছেন নায়িকা পরীমনি।আলোচিত এ অভিনেত্রী পরিবারের আর এক সদস্য সহ মোট ৪ জন বিমানে করে সমুদ্র শহর কক্সবাজার এসেছেন সোমবার ২ মে সকালে।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন তারা। স্ট্যাটাসে তারা প্রকাশ করেছেন বেশকিছু ছবিও। ছবিতে দেখা যায়, রাজ-পরীমনি দুজন কালো পোশাকে বিমানে চড়েছেন।
সঙ্গে রয়েছেন পরীর নানা।
গত বছর বিয়ে করার পর এই প্রথম একসঙ্গে ঈদ উদযাপন করতে কক্সবাজারে এসেছেন রাজ ও পরীমনি।

রাজ ও পরীমনি দম্পতির প্রথম সন্তানের আগমনের অপেক্ষা। সবমিলিয়ে বিশেষ এই ঈদের আনন্দ এবার প্রকৃতির সঙ্গে ভাগ করে নিতে চলেছেন তারা।
জানা যায়, ঈদ উদযাপন শেষে আবার ঢাকায় ফিরবেন এই তারকা দম্পতি।

প্রসঙ্গত, গত ১১ মার্চ মুক্তি পায় পরীমনি ও রাজ জুটির প্রথম সিনেমা ‘গুণিন’। এই সিনেমার শুটিংয়েই একে-অপরের প্রেমে পড়েন তারা, অতঃপর বসেন বিয়ের পিঁড়িতে। গত ১০ জানুয়ারি পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে, এরপরই প্রথম জানা যায় রাজ-পরীর বিয়ের খবর।