মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কক্সবাজারে লক্ষ লক্ষ পর্যটকের আগমন ঘটবে। তাদেরকে সেবা ও নিরাপত্তা দিয়ে বরণ করে নিতে কক্সবাজারবাসী সম্পূর্ণ প্রস্তুত। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নিয়ে ফরমাল এবং ইনফরমাল একাধিকবার ফলপ্রসূ বৈঠক করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজারে পর্যটক আগমন নিয়ে গণমাধ্যমকে একথা বলেন।

তিনি আরো বলেন, পর্যটকেরা যাতে কক্সবাজারের সকল প্রাকৃতিক দৃশ্য নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে অবলোকন ও উপভোগ করতে পারেন সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিসি মোঃ মামুনুর রশীদ বলেন, পর্যটক ও স্থানীয় নাগরিকরা নির্বিঘ্নে ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করতে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা। তিনি আরো বলেন, পর্যটকদের সেবা প্রদানে আমরা যাতে পিছিয়ে নাথাকি, সেজন্য সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।