শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আতিক (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ছাদের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোহাম্মদ ইউসুফের পুত্র ।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার বলেন, আজ উত্তর ধুরুং ইউনিয়নের ছাদের ঘোনা এলাকায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে ,সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাঝে সাগরে মাছ ধরতে যাওয়ার পথে উত্তর ধুরুং ইউনিয়নের ছাদের ঘোনা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বজ্রপাতের কবলে পড়েন আতিক । এ সময় গুরুতর আহত অবস্থায় কুতুবদিয়া হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।