সংবাদদাতা:
ব্যাংডেবা। কে জানে, হয়তো গহীন অরণ্যে ব্যাঙ এর ডেবা বা আবাসের আধিক্যের জন্যই হয়ত এই নাম।
গ্রামটি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের আট (৮) নং ওয়ার্ডের দূর্গম গ্রাম। বনবিভাগের আওতাধীন পাহাড়ি, বৃক্ষঘেরা, পাখিডাকা গ্রামটিতে প্রায় আশিটি (৮০) পরিবার বসবাস করে। ১৯৩০ সাল হতেই এখানে জনবসতি৷ ২০১৩ সালে গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। গ্রামের অনেকেই কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ছে। অথচ, রামু উপজেলার শতভাগ বিদ্যুতায়িত হলেও ব্যাঙডেবাতে এখনো বিদ্যুৎ আলোকায়িত হয়নি।
আজ (৬ মে ২০২২) রক্তদানে সচেতনতা বৃদ্ধির অভিপ্রায়ে রামু উপজেলার অন্তর্গত জোয়ারিয়ানালা ইউনিয়নের দূর্গম এলাকা অবহেলিত ব্যাংডেবা এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করার সময় স্থানীয় অধিবাসীরা এখানে সড়ক স্থাপনের জোরালো দাবি জানান।
বৃহত্তর জোয়ারিয়ানালার প্রাক্তন চেয়ারম্যান মরহুম মাহাবুবর রহমান চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে এই আয়োজনে সার্বিক সহায়তা করেছেন জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম, কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটি ও ব্যাংডেবা স্টুডেন্টস কো-অপারেটিভ এসোসিয়েশন।
সারাদিন ব্যাপী রক্তগ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রায় সাড়ে তিন শতাধিক স্থানীয় প্রৌঢ়, যুবা, তরুণ, মহিলা, শিশু-কিশোরদের রক্ত গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদান করা হয়। বর্তমানে ভোটার আইডি কার্ড, স্কুলের ভর্তি সহ বিভিন্ন প্রশাসনিক, তথ্যভিত্তিক কার্যক্রমে রক্তের গ্রুপ সংযুক্ত করা অত্যাবশ্যক। তাই, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় স্থানীয় অধিবাসীদের জন্য উপকার বয়ে আনবে।
স্থানীয় অধিবাসীদের মাধ্যমে জানা যায়, প্রস্তাবিত জোয়ারিয়ানালা – ব্যাঙডেবা- ঈদগড় এর দশ কিলোমিটার রাস্তার মধ্যে তিন কিলোমিটার অনুমোদিত হলেও বাকি সাত কিলোমিটার রাস্তা বনবিভাগের আপত্তির কারণে এখনো অনুমোদিত হয়নি। অথচ, রাস্তা করেও বনবিভাগের অভয়ারণ্য রক্ষার নজির অহরহ রয়েছে। স্থানীয়রা এসময় ব্যাঙডেবাকে দ্রুত শতভাগ বিদ্যুতায়িত করার ও আহবান জানান। উল্লেখ্য, রাস্তা না থাকার কারণে ব্যাঙডেবা বাসীদের বিভিন্ন নাগরিক অসুবিধা সহ নিরাপত্তা সংকটেও থাকতে হচ্ছে। সাথে রয়েছে অপহরণ আতংক।
কর্মসূচিতে মরহুম মাহাবুবর রহমান চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন এর পক্ষে উনার বড় সন্তান তথ্যপ্রযুক্তিবিদ মোহিব্বুল মোক্তাদীর তানিম, মাহমুদ মোস্তাকিম তাকরিম, তাহছিন আল মুকিত, কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটির পক্ষে রহিম, শাহেদ, অন্তু, জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের পক্ষে বারেক, নুরুল আলম, ফাহিম, হেলাল, জিহাদ, যুবাইর, শাহিন ও ব্যাংডেবা স্টুডেন্টস কো-অপারেটিভ এসোসিয়েশন এর পক্ষে মোহাম্মদ মিয়া, শহিদুল, নুরুল আজিম সহযোগিতা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।