উখিয়া সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলার ওয়ারেন্ট আসামি ও মাদক ব্যবসায়ী আবুল আলা (৩৫) কে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশের একটি দল।

শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলীয়ার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল আলা ঐ এলাকার ঠান্ডা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল আলা নিজ বসত বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার একদল পুলিশ রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ১০ (ক) ৪১ ধারায় চকবাজার থানায় মাদক মামলা রয়েছে। যার নং ৮ (৯) ২১ এবং জি.আর নং ১২৯/২১।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, গ্রেফতার আবুল আলার বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে।

অনুসন্ধানে জানা যায় ছিনতাই, চুরি সহ বহু অপকর্মের হোতা এলাকায় ত্রাস রাজত্বকারী আবুল আলা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক একটি সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তার সাথে হিজলীয়া গ্রামে বিশাল একটি সিন্ডিকেট এই ব্যবসায় জড়িত আছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

এদিকে আবুল আলা আটকের খবরে হিজলীয়াসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্থি নেমে এসেছে। দু:সাহসিক অভিযানে মাদক কারবারি ও বহু অপকর্মের হোতা আবুল আলাকে আটক করায় উখিয়া পুলিশকে ধন্যবাদ জানান স্থানীয়রা।