প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলার বিভিন্ন স্কুল থেকে ১৯৮৭ সালে এসএসসি পাস করা বন্ধুদের সংগঠন ‘ এসএসসি কক্স-৮৭’ । সম্প্রতি এসএসসি কক্স-৮৭ এর ৬১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার-২ ( মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সাধারণ সম্পাদক নির্বাচিত দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা। শহরের বদরমোকাম সড়কস্থ অস্থায়ী কাযালয়ে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা দেন কমিটির আবহায়ক আশেক উল্লাহ রফিক।

এসময় উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্যসচিব আব্দুল কুদ্দুস রানা, সদস্য গিয়াস উদ্দিন কোম্পানী, ওসমান সরওয়ার আলম, শফিকুল ইসলাম, সোহেল আহমেদ বাহাদুর , শাহাদাত বখত ইয়াছিন, মোসলেম উদ্দিন, খালেক হোসাইন সিকদার, নুরুল আজিম ফরাজী, কনক শর্মা, খোকন চন্দ্র পাটোয়ারী , আবদুল আল মাসুদ রুমেল, নজরুল ইসলাম খান, ছৈয়দ হোসেন চৌধুরী প্রমুখ।

# কমিটি নিম্নরূপ :

সভাপতি – আশেক উল্লাহ রফিক , সহ-সভাপতি -সোহেল আহমেদ বাহাদুর , নাজনীন সরওয়ার কাবেরী ও শাহাদাত বখত ইয়াছিন।

সাধারণ সম্পাদক- আব্দুল কুদ্দুস রানা, সহ-সাধারণ সম্পাদক-মো. শফিকুল ইসলাম ও গিয়াস উদ্দিন ( ঈদগাঁও), সাংগঠনিক সম্পাদক- ওসমান সরওয়ার আলম শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক- খোকন চন্দ্র পাঠোয়ারী, অর্থ সম্পাদক- নুরুল আজিম ফরাজী, সহ-অর্থ সম্পাদক- মোসলেম উদ্দিন, দপ্তর সম্পাদক- খালেক হোসেন সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদ- কাইছার উদ্দিন আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক- আবদুল আল মাসুদ রুমেল, নারী উন্নয়ন সম্পাদক- নিলুফা ইয়াছমিন নিলু, আইন বিষয়ক সম্পাদক-নজরুল ইসলাম খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মইন উদ্দিন কোহেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-কনক শর্মা বাপ্পী, আন্তর্জাতিক ও প্রবাসি কল্যাণ বিষয়ক সম্পাদক-গিয়াস উদ্দিন ( কোটবাজার), শিক্ষা বিষয়ক সম্পাদক-আকতার জাহান কাকলী, পরিবেশ বিষয়ক সম্পাদক-ড. মো. মোজান্মেল হক, ধর্ম বিষয়ক সম্পাদক-ছৈয়দ হোসাইন চৌধুরী (উখিয়া), তথ্য ও গবেষণা সম্পাদক- আলমগীর চৌধুরী (টেকনাফ), সমাজকল্যাণ সম্পাদক-হাবিবুল হক, শ্রমবিষয়ক সম্পাদক-সাইফুল ইসলাম, ত্রাণ ও দুযোগ বিষয় সম্পাদক-সাইফুল ইসলাম চৌধুরী এবং আপ্যায়ন সম্পাদক-গিয়াস উদ্দিন (রামু)।

# নির্বাহী সদস্য :

লে. কর্ণেল ডা. সরফরাজ হায়দার, অধ্যাপক মিলন বড়ুয়া, অধ্যাপক হাশেম উদ্দিন, মৃনাল বড়ুয়া, দুলাল শর্মা , অ্যাডভোকেট আমিন উদ্দিন চৌধুরী, সেন থেন এ সেন্টু ( মহেশখালী) , জাফর আলম (ঈদগাঁও), জানে আলম , অ্যাডভোকেট শাহাব উদ্দিন, নকিবুল ইসলাম চৌধুরী, লুৎফুর রহমান (কুতুবদিয়া), মোসলেহ উদ্দিন মানিক (চকরিয়া), আবদুর রহমান (পেকুয়া), জুবাইদুন নাহার রিনি, হুসনে আরা আরজু, শিরিন রহমান, হাসনা হেনা ( ঈদগাঁও), নাসিমা আকতার বিনু, জাহেদ বিন হোসাইন, দিব্যেন্দু পাল অপু, সোহরাব হোসেন, ডা. হারাধন পাল, ডা. নিপু বড়ুয়া, মোহাম্মদ আবদুল্লাহ, ঈমান হোসেন ও মুফিজুর রহমান।

উপদেষ্টামন্ডলী :

গিয়াস উদ্দিন কোম্পানী, প্রশান্ত ভুষণ বড়ুয়া (রামু), অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিক, কাজী মোস্তাক আহমদ শামীম, মফিজুর রহমান, হুমায়ূন কবির হিমু (ঈদগাঁও), নুরুল আজিম কনক ও সাইফুল্লাহ চৌধুরী লেবু।