প্রেস বিজ্ঞপ্তি:
আজ ২০ মে টেকনাফ হোয়াইক্যংয়ের কৃতিমান শিক্ষানুরাগী, মহেশখালীয়া পাড়া বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি, রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসার অন্যতম প্রতিষ্টাতা সদস্য ও দাতা, রঙ্গিখালী ইসলামিক সেন্টার বোর্ড অব ষ্টাষ্টির আজীবন সদস্য। হ্নীলা- হোয়াইক্যংয়ের একাধিক শিক্ষা প্রতিষ্টানের দাতা ও আলেম ভক্ত, ইবাদাত গুলজার, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী প্রয়াত আলহাজ্ব আলী মিয়ার কনিষ্ঠ পুত্র  আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব খোরশেদ আলম এর ২য় মৃত্যুবার্ষিকী।

২০২০সালের আজকের এই দিনে( ২০ মে ) তিনি কক্সবাজার তারাবনিয়াছড়া নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। আজকের এই দিনে তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।