সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, সরকারের অভূতপূর্ব উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ভাল কাজগুলো দেখে না, শুধু খারাপ কিছু নিয়ে সবসময় ব্যস্ত। গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কক্সবাজারে অসংখ্য বড় বড় মেগা প্রকল্পের কাজ চলমান। যার অধিকাংশই এখন দৃশ্যমান। আগামী বছর জুন মাসে স্বপ্নের রেললাইন চালু হবে। সবকিছু বাস্তবায়ন হলে এই কক্সবাজার হবে বিশ্বের দ্বিতীয় সিংগাপুর।
সোমবার বিকেল উখিয়া হাই স্কুল মাঠে রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে দলের ভেতরে ঘাপটি মেরে থাকা খন্দকার মোশতাকদের বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেন মেয়র মুজিব।
সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
পরে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম প্রধান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী, ইউনুছ বাংগালী, আবুল মনসুর চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যু্গ্ম সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, মাহবুল আলম, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক রিয়াজুল হক, দপ্তর সম্পাদক নুরুল হক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাবেক উপজেলা কৃষক লীগের সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী বক্তব্য রাখেন।
কাউন্সিলে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ্ উদ্দিন মেম্বার। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা এডভোকেট এ.টি.এম রশীদ।
এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।