প্রেস বিজ্ঞপ্তি:
২৬ মে (বৃহম্পতিবার) চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বিকেল ৫টায় তৃতীয় চোখ প্রকাশনীর আয়োজনে কথাসাহিত্যিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার রচিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘৭ই মার্চ : একটি জাতির কথামালা’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচর্য প্রফেসর বেনু কুমার দে। প্রধান আলোচক থাকবেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মোহীত উল আলম। আলোচক থাকবেন কবি ও নাট্যজন অভীক ওসমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। সভাপতিত্ব করবেন কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মহীবুল আজিজ।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তৃতীয় চোখ প্রকাশনীর সত্ত্বাধিকারী আলী প্রয়াস।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।