মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি ২ দিনের সফরে কক্সবাজার এসেছেন।

মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বৃহস্পতিবার ২৬ মে বিকেল ৫ টার দিকে রাঙ্গামাটি থকে হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত সহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বৃহস্পতিবার রাত ৮ টায় রোহিঙ্গা শরনার্থীদের (বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃংখলা সম্পর্কিত নির্বাহী কমিটির ১৭ তম সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

মন্ত্রী আসাদুজ্জামান খান পরদিন শুক্রবার ২৭ মে সকাল সাড়ে ১০ টায় বিজিবি কক্সবাজার রিজিওন এর বাৎসরিক মাদকদ্রব্য (মালিকবিহীন) ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান ২ দিনের কক্সবাজার সফর শেষে শুক্রবার বিকেল ৪ টায় হেলিকপ্টারযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব মু: আসাদুজ্জামান (উপসচিব) প্রেরিত সফরসূচিতে জানা গেছে।