মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু’র রশিদনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোয়াজ্জেম মোর্শেদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বর্তমান চেয়ারম্যান এমডি শাহ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ১৯ অক্টোবর বিকেলে রশিদনগর ইউনিয়নের পানিরছরা গ্যারেজ এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এমডি শাহ আলমের সমর্থকেরা উল্লেখিত স্থানে জড়ো হয়ে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মোয়াজ্জেম মোর্শেদ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে অশালীন ভাষায় কঠোর সমালোচনা করতে থাকে। এসময় নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মোয়াজ্জেম মোর্শেদের সমর্থক ও রশিদনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজিবুল আলম কয়েকজন কর্মী নিয়ে উল্লেখিত এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গেলে এমডি শাহ আলমের সমর্থকেরা তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতরা হলো-লাল মিয়ার পুত্র আজিজ করিম, আজিজ করিমের পুত্র আবদুল গফুর, আজিজ করিমের কন্যা রুবি আকতার, নাছির পাড়া বাদশা মিয়ার পুত্র নজিবুল আলম, তলিয়ার ঘোনার লাল মোহাম্মদ।

আহতদের ৩ জনকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কোন মামলা হয়নি বলে রামু থানা সুত্রে জানা গেছে।