আনোয়ার হোছাইন ঈদগাঁও, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী খোনকারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচনে সাংবাদিক নাছির নোমান’র দুই সন্তান সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন। এরা হল উক্ত বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী উম্মে হাবিবা শাফী ও তার ছোট ভাই একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র মোঃ ফজলে রাব্বী।নির্বাচিত কাউন্সিলরদ্বয় ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের বাসিন্দা সাংবাদিক নাছির উদ্দীন আল নোমানের তৃতীয় ও চতুর্থ সন্তান । এদিকে একই পরিবারের দুই ভাই-বোন নির্বাচিত হওয়ায় সর্ব মহলে ব্যাপক আলোচনা চলছে। ঈদগাঁও উপজেলার সিনিয়র সাংবাদিক নাছির উদ্দীন আল্ নোমানের দুই মেধাবী সন্তান স্টুডেন্টস্ কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ঈদগাঁও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ অভিনন্দন জানিয়ে এ মেধাবী শিশু শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেছেন।
উল্লেখ্য, ৪ জুন (শনিবার) সকালে পূর্ব নির্ধারিত সময়ে বিদ্যালয় মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষে দুপুর দুইটার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনায় দায়ীত্বপ্রাপ্তরা।এ সময় শিক্ষকবৃন্দ, অভিভাবক, প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রকাশিত প্রাপ্ত ফলাফলে ৫ম শ্রেণীতে সর্বোচ্চ ৮৪ ভোটে উম্মে হাবিবা শাফী, চতুর্থ শ্রেণিতে সর্বোচ্চ ৬২ ভোটে আফিফা জান্নাত ও তৃতীয় শ্রেণিতে মোঃফজলে রাব্বী সর্বোচ্চ ৫৮ ভোট পেয়ে ২০২২ সালের স্টুডেন্টস্ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।