সংবাদ বিজ্ঞপ্তি :
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুকের উপর হামলাকারী ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।
সোমবার সকালে কক্সবাজার প্রেসক্লাব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
সিবিইউজে এবং প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, বিএফইউজে’র সাবেক কেন্দ্রীয় সদস্য এডভোকেট আয়াছুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, অর্থ সম্পাদক মোহাম্মদ জুনাইদ, সদস্য শফিউল্লাহ শফি ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন বক্তব্য রাখেন।
সমাবেশ সঞ্চালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপু।
সমাবেশে সাংবাদিক নেতা ওমর ফারুকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং ওই ঘটনার উস্কানিদাতা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনকে অবাঞ্চিত ঘোষনা করার দাবী জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুঁশিয়ারী দেন নেতৃবৃন্দ।