দেলওয়ার হোসাইন, পেকুয়া ;
কক্সবাজারের পেকুয়া বাজারে যানযট সৃষ্টিকারী গাড়ি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন । মঙ্গলবার (৭ই জুন) বিকাল ৫টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
এসময় পেকুয়া বাজারে যানযট সৃষ্টি, যত্রতত্র গাড়ি পার্কিং এর দায়ে তিন অটোরিক্সাকে ৩শত টাকা ও বাজার অপরিষ্কার রাখা এবং বাজারের বর্জ পার্শ্ববর্তী কহলখালী খালে ফেলে দুষণ করার দায়ে পেকুয়া বাজার পরিচালনা কমিটিকর সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারন সম্পাদক সাহেদ ইকবালকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পেকুয়া বাজারে বাসমান হকারদের চলাচল রাস্তা থেকে উচ্ছেদ করা হয়।
এব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, পেকুয়া বাজার অপরিষ্কার রাখা ও যত্রতত্র গাড়ী পার্কিং করে যানযট সৃষ্টি করার করণে সর্বমোট ১০হাজার ৩শত টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান পেকুয়া বাজারকে যানজট মুক্ত রাখতে এবং কহলখালী খালকে পরিস্কার রাখতে এধরনে অভিযান আগামীতে অব্যহত থাকবে ।
অভিযানে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা,নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ্র, কানুনগো শান্তি জীবন চাকমা,পেকুয়া সদর ইউনিয়ন ভূমি অফিসের তশীলদার,পেকুয়া থানার এস আই ফরিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পেকুয়ায় বাজার পরিচালনা কমিটিকে ১০হাজার টাকা জরিমানা
