আনোয়ার হোছাইন ঈদগাঁও, কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মো. হানিফ (২২) নামের এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হানিফ নেত্রকোনার গাগরা ইউনিয়নের মনজুর হকের ছেলে।

মঙ্গলবার (৭ জুন) রাত ১১ টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া এলাকায় লাশটির সন্ধান মিলে ।

স্থানীয় জালাল জানান, পূর্ব গজালিয়া নামক এলাকায় নির্মিতব্য ঈদগাঁও -রামু উপজেলার সংযোগ সেতুতে দেশের বিভিন্ন স্থানের শ্রমিকরা দীর্ঘদিন যাবত কর্মরত। ঘটনার দিন রাতে হঠাৎ জোরে চিৎকারের শব্দ হলে অন্য শ্রমিকরা গিয়ে দেখে গাছে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে হানিফ নামের ওই শ্রমিকের লাশ। স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে রাত ১১ টার দিকে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, ঝুলন্ত এক শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা, না হত্যা ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মন্তব্য করা যাচ্ছে না।

তবে স্থানীয়দের অধিকাংশই ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে দাবি করছে।যদি মৃত্যুটি আত্মহত্যা না হয়,তবে হানিফের মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান এলাকাবাসী ও তার সহকর্মী শ্রমিকরা।