মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দেশের জনপ্রশাসনের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কর্মকর্তা, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ২ দিনের সফরে শুক্রবার ১০ জুন কক্সবাজার আসছেন।

মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন সকাল সাড়ে ৯ টায় তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক আয়োজিত সুশাসন ও শুদ্ধাচার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। শুক্রবার বিকেল ৪ টায় কক্সবাজার জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হবেন।

পরদিন শনিবার ১১ জুন সকাল ৯ টা ২০ মিনিটে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মোঃ সাজ্জাদুল হাসান প্রেরিত সফরসূচিতে জানা গেছে।