ইমাম খাইর, সিবিএনঃ
টেকনাফের সাবরাং ইউনিয়নে সমুদ্রে মাছধরা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও টেকনাফ পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু।
এতে পিআইও সুবীর দত্তসহ ইউপি সদস্য ও স্থানীয় মন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, সাবরাং ইউনিয়নে তালিকাভুক্ত ২৭৫২ জন জেলে রয়েছে। এদের মধ্যে ১ থেকে ৬নং ওয়ার্ডে ১৪০৩ জন, ৭ থেকে ৯ নং ওয়ার্ডে ১৩৪৯ জন। কার্ডধারী জেলেদের প্রতি কার্ডে ৫৬ কেজি চাউল দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সরকার জেলেদের জীবনযাত্রা সচল রাখতে ভিজিএফ কর্মসূচি চালু রেখেছে।