মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে আবারও খুন হয়েছে।
শুক্রবার ১০ জুন ভোর ৪ টার দিকে পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে মিনি টমটম চালক রমজান আলী (২৩) দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে নিহত হন। নিহত রমজান আলী পিএমখালী’র জুমছড়ি এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ নিহত রমজান আলী’র মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।