বার্তা পরিবেশক:
কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দীনকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে কক্সবাজার সদর উপজেলা ও খুরুশ্কুল ইউনিয়ন আওয়ামী লীগ।
কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল করিম মাদু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খুরুশ্কুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন এবং খুরুশ্কুল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলমসহ নেতৃবৃন্দ এই নিন্দা জানান।
একই সাথে ফয়সালের জন্য শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফয়সাল উদ্দীন একজন পরিচ্ছন্ন ও ভদ্র ছেলে। মিথ্যা অভিযোগ তুলে তাকে হত্যা করেছে পাষন্ডরা। ফয়সালের এই নির্মম হত্যা আমরা কখনো ক্ষমা করবো না। হত্যাকারীদের আইনী মোকাবেলায় ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা থামবো না।
নেতৃবৃন্দ আরো বলেন, ফয়সালকে আমরা ভুলবো না। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।একই সাথে তার স্বজনদের প্রতি আমরা গভীর সমবেদনা করছি।
ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যায় সদর উপজেলা ও খুরুশ্কুল আ. লীগের নিন্দা ও শোক
