আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকানাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার গভীর রাতে টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিসিজি স্টেশন কতৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বাংলাদেশ সীমানায় মায়ানমারের একটি ফিশিং বোট দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেন। কিন্তু কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি নিয়ে পালানোর চেষ্টা করে।
কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করলে ২টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে বোটটি দ্রুত মায়ানমার সীমানায় প্রবেশ করে। পরে বস্তা দুইটি তল্লাশি করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধার ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।