ইমাম খাইর, সিবিএনঃ
জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য;
কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টির সাবেক এমপি, বর্ষিয়ান নেত্রী খোরশেদ আরা হক (৮৫) মারা গেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার ছেলে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ সাইফুল হক।
তিনি জানান, নানা অসুস্থতাজনিত কারণে খোরশেদ আরা হকের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রবিবার (১০ জুলাই) সকাল থেকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
সদালাপী ও নিবেদিত সমাজকর্মী খোরশেদ আরা হকের মৃত্যুর খবরে জাতীয় পার্টিসহ রাজনৈতিক অঙ্গনে শোক বিরাজ করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।