প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর অধ্যক্ষ আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেছেন, প্রতিষ্ঠাকাল থেকে ঐতিহ্যবাহী এ ইসলামী রাজনৈতিক দল ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রাম, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাসহ জনকল্যাণমুখী বিভিন্ন ইস্যুতে কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রাচীনতম এ সংগঠনের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, স্বকিয়তায় উদ্ভাসিত বর্তমান ও আলোকিত ভবিষ্যতের অপার সম্ভাবনা। নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে পারলে অনতিবিলম্বে নেজামে ইসলাম পার্টির হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।
তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির এক জরুরি অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ১৩ জুলাই ( বুধবার) বিকেলে অনুষ্ঠিত এ অধিবেশনে তিনি আরও বলেন, নেজামে ইসলাম পার্টি সারাদেশে নতুন উদ্যমে সাংগঠনিক কর্মধারাকে বেগবান করার পথে অগ্রসরমান। এরই আলোকে খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ.সহ বহু শীর্ষ নেতা ও ওলামা-মাশায়েখের জন্মভূমি কক্সবাজারের প্রতিটি জনপদে পার্টির কর্মতৎপরতা আরও বেগবান করতে নেতা-কর্মীদের তাকওয়া ও ইখলাসের সাথে কাজ চালিয়ে যেতে হবে।

কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা উপদেষ্টা মাওলানা কারী আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মাহমুদুল হক।
এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রসমাজের সাবেক সংগঠন সচিব, নেজামে ইসলাম নেতা মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, হাফেজ আমানুল হক আমান, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দীন গাজী, কক্সবাজার শহর আমীর মাওলানা tমাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, শহর নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ মোহাম্মদ সালেম, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, রামু উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক যায়নুল আবেদীন প্রমুখ।

এ জরুরি অধিবেশনে জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহর অসুস্থতাকালীন সময়ের জন্য জেলার সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালীকে ভারপ্রাপ্ত আমীর হিসেবে ঘোষণা দেন কেন্দ্রীয় আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী। একই সাথে তিনি মাওলানা আব্দুল খালেক নিজামীকে উপদেষ্টা, মাওলানা ইয়াছিন হাবিবকে সমন্বয়ক করে আগামীতে অনুষ্ঠিতব্য জেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটি পূনর্গঠন করেন। সভায় সর্বসম্মতিক্রমে জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহর গুরতর অসুস্থতাজনিত কারণে পূর্বনির্ধারিত ২৮ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৫ আগষ্ট জেলা কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহর রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।