বাংলাদেশ কেমিস্টস্ & ড্রাগিষ্টস্ সমিতি কক্সবাজার জেলা শাখার ঈদ পরবর্তী জরুরী সভা অনুষ্ঠিত।
জেলা সভাপতি আরিফ উল মওলার সভাপতিত্বে ও সিঃ সহ সভাপতি (সম্পাদক) মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসনের অধিদপ্তরের তত্ত্বাবধায়ক বাবু রোমেল মল্লিক।
আরো উপস্থিত ছিলেন বি সি ডি এস জেলা শাখার সহ সভাপতি ও চকরিয়া উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিন, ঈদগাঁ উপজেলা শাখার সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু , উখিয়া উপজেলা শাখার সভাপতি ফরিদ আহমেদ, রামু উপজেলা শাখার সভাপতি এ কে খান,সাঃসম্পাদক আফসার কামাল, জেলা সদস্য রঘু দাশ, নিবেদন কান্তি দাশ,আবু কায়সার লিটন, আশরাফুল আজিজ, তিলক চৌধুরী, মোঃ ইলিয়াস, রুবায়েছুর রহমান, আবদুল মালেক জাকের,নারায়ণ দাশ,মোহাম্মদ ইউনুছ,ভাস্কর দাশ,অসিম চৌধুরী, আবদুর রহিম, লিটন সেন, রাজু কুমার, রুপন কুমার,জিয়াউল করিম,ইকবাল হোসাইন সহ অর্ধশতাধিক ঔষধ ব্যবসায়ী। সভায় প্রতি উপজেলায় উপজেলা কমিটি হালনাগাদ করা, প্রতি উপজেলায় কেমিস্টস সমাবেশ করা,কেন্দ্রীয় সমিতির সদস্য সংগ্রহ, নবায়ন, এম আর পি বাস্তবায়ন, ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি গনদের বিভিন্ন অনিয়ম,বাড়াবাড়ি , অসহযোগীতা, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।