সংবাদ বিজ্ঞপ্তি:
নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও লুটপাটের প্রতিবাদে খেলাঘর কেন্দ্রীয় কমিটির দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে খেলাঘর কক্সবাজার জেলা কমিটির বিভিন্ন উপজেলায় শাখা আসর এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুতুবদিয়ার বাতিঘর খেলাঘর আসর, মহেশখালীর শৈবাল খেলাঘর আসর, রামুর নব সৃজনী খেলাঘর আসর ও হিমছড়ি খেলাঘর আসর,উখিয়ার আরকান খেলাঘর আসর, খুরুশকুলের আনন্দময় খেলাঘর আসর, সমিতি পাড়ার সাগরিকা খেলাঘর আসর, কলাতলী লাইট হাউসের নীলতরী খেলাঘর আসর, শহরের সিমুনিয়া খেলাঘর আসর বিভিন্ন পয়েন্ট এ মানববন্ধন করেন। জেলা ও শাখা আসরের নেতৃবৃন্দ ও শিশু-কিশোর ভাইবোনরা মানববন্ধনে বক্তব্য রাখেন।বক্তারা বলেন শহীদদের স্বপ্নঃ অসাম্প্রদায়িক বাংলাদেশ। সমাবেশে বক্তারা আরো বলেন হামলা ও লোট পাট কারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক এহেন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে।