মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের শাহ ফকির বাজারে বনভূমি রক্ষায় বনবিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৩০শে জুলাই বিকালে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জানা যায়, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন সরকারের নির্দেশনায় ফুলছড়ি রেঞ্জের আওতাধীন নাপিত খালী বিটের শাহ ফকির বাজার এলাকায় বন বিভাগ কর্তৃক ২০২১-২২ অর্থ বছরে বিভিন্ন প্রজাতির দেড় শতাদিক চারা রোপনের উদ্যোগ নেয়। ঝড় বন্যা ও জলোচ্ছাস সহ অবৈধ দখল রক্ষার প্রতিবাধেঁ বৃক্ষ রোপনের হাতে নেয় কক্সবাজার উত্তর বন বিভাগ।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওয়াতাধীন নাপিত খালী বিট কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,হেডম্যান শফি আলম, এফজি মোঃ কবির,ইসলামাবাদ-ইসলামপুর শাহ ফকির বাজার ব্যবসায়ী পরিচালনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ওবাইদু রহমান ওবাইদুসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক জন ।
এব্যাপারে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমেদ বাবুলের সাথে কথা হলে তিনি জানান,অবৈধ দখল রক্ষায় বন বিভাগ কর্তৃক দেড় শতাদিক বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। এ বৃক্ষ রোপণ কর্মসূচি চলবে পুরো বছর জুড়ে।