সৌদি আরবের মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাতের একটি ভিডিও ভাইরাল। দেখা গেছে, ক্লক টাওয়ারে বজ্রপাত আঘাত হানার সঙ্গে সঙ্গেই আলো ছড়িয়ে পড়ে আকাশে। শুক্রবার (৫ আগস্ট) ভিডিওটি টুইটারে শেয়ার করেন মুলহাম এইচ নামের এক ব্যক্তি। ক্যাপশনে লেখেন, বুর্জ আল-সাতে একটি বজ্রপাত হয়েছিল।

মুলহাম এইচকে জেদ্দার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির জ্যোতির্বিদ্যার পণ্ডিত হিসেবে বণর্না করেছেন অনেকে। টুইটারে শেয়ার ভিডিওটি দেখেছেন ১৩ লাখের বেশি মানুষ। কয়েকজন টুইটার ব্যবহারকারী রিটুইটে বিস্ময় প্রকাশ করেছেন। একজন লেখেন, এই দৃশ্য আমাকে মুগ্ধ করেছে।

গত কয়েকদিন ধরে সৌদি আরবের বেশি কিছু জায়গায় বজ্রপাতের ঘটনা ঘটছে।