এম বশির উল্লাহ , মহেশখালী :
জেলার আলোচিত দ্বীপ মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ড ভুক্ত পলাতক ১৪জন আসামীকে আটক করেছে।
মহেশখালী থানার সেকেন্টে অফিসার মো: আল আমিন সরকার বলেন, মহেশখালী থানার অফিসার ইনর্চাজ প্রনব চৌধুরীর নির্দেশে ওয়ারেন্ড ভুক্ত পলাতক আসামীদের বিরুদ্ধে সাড়াষি অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলার বেশ কিছুৃ এলাকায় আমরা বেশ কয়েকটি টিমে ভাগ করে অভিযান চালিয়ে ১৪জনকে আটক করে আদলতে সোর্পদ করেছি।
আটক কৃতরা হলেন, তাজিয়া কাটার সিরাজের পুত্র মো: ফরহাদ, কালারমারছড়ার ,মনু মিয়ার পুত্র মো: সেলিম, হোয়ানকের নুর হাসেমর পুত্র মো: কাইছার, নোনাছড়ির বক্তার আহমদরে পুত্র মো: কামাল, ইজ্জত আলীর পুত্র মো: আব্দুল মালেক, ইজ্জত আলীর স্ত্রীর ফরাস খাতুন, মজিুবর রহমানের পুত্র মো: রাসেল, কুতুবুজমের মৃত লাল মিয়ার পুত্র আব্দু রহিম বি কম, আব্দু রশিদের পুত্র মো: বাবুল, সুরেজ দে পুত্র সুজন দেদ, নুর আহমদের পুত্র নূর মোহাম্মদ, আব্দু সালামের পুত্র মোবারক, আব্দু রহমানের পুত্র রমজান আলী ও মাতারবাড়ির এলাকার কালা মিয়ার পুত্র মিয়া হোসেন।