হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত উপলক্ষে বঙ্গমাতা চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা প্রতিপাদ্য বিষয়’কে সামনে রেখে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৮ ই আগষ্ট সোমবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন..উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাবীবা জাহান।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য মশরফা জান্নাত, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাশ, শারমীন আক্তার বিউটি, মাহাবুব ইলাহী’সহ বিভিন্ন ইউনিয়নের মহিলা মেম্বারগণ ও উপস্থিত ছিলেন।
এ সময় আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এর স্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে তার স্বামী, তিন পুত্র এবং দুই পুত্রবধূর সাথে হত্যা করা হয়। আগস্ট মাস একটি দলের জন্য আনন্দের মাস। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জিয়ার পরিকল্পনায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। এই আগস্টেই বিএনপি গ্রেনেট হামলার ঘটনা ঘটিয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের এই অপশক্তিকে রাজনীতি থেকে এখনই বিদায় করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন বলেন…বঙ্গবন্ধু তো রাজনীতি নিয়ে দেশে-বিদেশে, দেশের আনাচে কানাচে ছুটে বেড়িয়েছেন। বেশির ভাগ সময় জেলে কাটিয়েছেন। পারিবারিক ঝড় ঝক্কি বঙ্গমাতাই সামাল দিয়েছেন। বঙ্গমাতা পেছন থেকে প্রেরণা দিয়েছেন বলেই বঙ্গবন্ধু তার লক্ষ্যে পৌঁছতে পেরেছেন।
অনুষ্ঠান উপভোগ শেষে, ৭ জন অসহায়, বিধবা,স্বামী পরিত্যক্তা ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ’সহ নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ‘মহীয়সী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জন্মবার্ষিকী। এই মহীয়সী নারী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন।